preloader
Jorury Bazar

📦 Jorury Bazar – Return Policy (ফেরত নীতি)

১. ফেরতযোগ্য পণ্য

নিম্নোক্ত ক্ষেত্রে গ্রাহক পণ্য ফেরত দিতে পারবেন—

  • ভাঙা/ক্ষতিগ্রস্ত পণ্য ডেলিভারি পেলে

  • ভুল পণ্য বা ভুল সাইজ পেলে

  • পণ্যের নির্ধারিত মানের সাথে অসামঞ্জস্য থাকলে

  • প্যাকেজিং খুললেও যদি পণ্য ব্যবহার না করা হয়


২. ফেরতের সময়সীমা

  • ডেলিভারির ২৪–৭২ ঘণ্টার মধ্যে রিটার্ন রিকোয়েস্ট করতে হবে।

  • নির্ধারিত সময়ের পর রিটার্ন গ্রহণ নাও হতে পারে।


৩. ফেরত নেয়া যায় না যেসব পণ্য

  • ব্যবহৃত বা ক্ষতিগ্রস্ত পণ্য

  • গ্রোসারি/খাদ্য দ্রব্য (যদি না খারাপ বা মেয়াদোত্তীর্ণ হয়)

  • অন্তর্বাস, কসমেটিকস, স্কিনকেয়ার (সিল ভাঙা হলে)

  • ডিজিটাল/সফটওয়্যার পণ্য


৪. রিটার্ন প্রসেস

  1. অর্ডার নম্বর, পণ্যের ছবি ও সমস্যার বিবরণসহ রিটার্ন রিকোয়েস্ট পাঠান।

  2. আমাদের টিম যাচাই করে ২৪ ঘণ্টার মধ্যে রিটার্ন অনুমোদন দেবে।

  3. কুরিয়ারের মাধ্যমে পণ্য তুলে নেওয়া হবে বা রিটার্ন ঠিকানায় পাঠাতে হবে।

  4. যাচাই শেষে রিফান্ড/এক্সচেঞ্জ প্রক্রিয়া শুরু হবে।


৫. রিফান্ড নীতি

  • রিফান্ড পেমেন্ট 3–7 কর্মদিবসের মধ্যে সম্পন্ন হবে।

  • অনলাইন পেমেন্ট হলে একই মাধ্যমে ফেরত দেওয়া হবে।

  • ক্যাশ অন ডেলিভারি অর্ডারের ক্ষেত্রে বিকল্প মোবাইল ব্যাংকিং/ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ড দেওয়া হবে।


৬. এক্সচেঞ্জ নীতি

  • স্টক উপলব্ধ থাকলে একই পণ্যের এক্সচেঞ্জ করা যাবে।

  • স্টক না থাকলে রিফান্ড অফার করা হবে।


৭. যোগাযোগ

রিটার্ন সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য আমাদের কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ করুন।
📞 হটলাইন: 01616595386
📧 ইমেইল: jorurybazarinfo@gmail.com

My Cart
Cart Page
My Wishlist
Wishlist Page

We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience. Learn more

Allow